বিশ্বকাপ ব্যর্থতার পর সব ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। আসরটিতে ব্যক্তিগতভাবেও ব্যাটিংয়ে তিনি নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে এরপর আর ওয়ানডে খেলা হয়নি বাবরের। তা সত্ত্বেও শুভমান গিলকে হটিয়ে ফের ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ২৯ বছর বয়সী পাকিস্তানি তারকা। ভারতীয় ব্যাটসম্যানও দলের চলমান ওয়ানডেতে আছেন বিশ্রামে, ফলে রেটিং পয়েন্টের ব্যবধানে বাবর তাকে পেছনে ফেলেছেন। ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বাবর। আর ৮১০ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন গিল। এরপর ওয়ানডে ব্যাটিংয়ে শীর্ষ দশের ভেতর আর কোনো পরিবর্তন হয়নি। তিন থেকে পাঁচের ভেতর যথাক্রমে আছেন দুই ভারতীয় বিরাট কোহলি, রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ওয়ানডেতে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেও টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ৩৬০ রানের বড় ব্যবধানে হেরেছে। যেখানে ব্যাট হাতে অনুজ্জ্বল (দুই ইনিংস মিলে ৩৫ রান) বাবর টেস্ট ব্যাটিংয়ের তালিকায় চার থেকে পাঁচে নেমে গেছেন। তার রেটিং পয়েন্ট ৮০১। তবে এখনও সাদা পোশাকের শীর্ষ ব্যাটসম্যান নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন (৮৬৪ রেটিং)। রেটিং পয়েন্ট ৮০৮ নিয়ে অজি ওপেনার উসমান খাজা চার থেকে তিন নম্বরে উঠে এসেছেন। তার আগে দুই-তিনে আছেন যথাক্রমে জো রুট ও স্টিভ স্মিথ। অন্যদিকে টি–টোয়েন্টির ব্যাটিং র্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। ভারতীয় ব্যাটারের পরেই আছেন মোহাম্মদ রিজওয়ান ও প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। অন্যদের পজিশনে উঠা-নামা হলেও সীমিত ওভারের সংস্করণের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সিংহাসন ধরে রেখেছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারের মতো টেস্টে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নিজ নিজ জায়গা ধরে রেখেছেন কেন উইলিয়ামসন, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। বোলিং র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে রদবদল হয়েছে। কিছুদিন আগেই ফরম্যাটটিতে ভারতের তরুণ স্পিনার রবি বিষ্ণয় বোলারদের শীর্ষে উঠেছিলেন।