• ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গাজায় ১৫ হাজার ৫০০ শিশুহত্যা , ইসরাইল বাহিনীকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করবে জাতিসংঘ

usbnews
প্রকাশিত জুন ৮, ২০২৪
গাজায় ১৫ হাজার ৫০০ শিশুহত্যা ,   ইসরাইল বাহিনীকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করবে জাতিসংঘ
নিউজটি শেয়ার করুনঃ

গাজা যুদ্ধে সাড়ে ১৫ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে ইসরাইল বাহিনী। এজন্য জাতিসংঘ দেশটির সেনাবাহিনীকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার সংস্থা বলছে, শিশুদের অধিকার রক্ষা না করার বিষয়টি সত্যিই লজ্জাজনক। গাজা যুদ্ধে ইসরাইল বাহিনী যেভাবে শিশুদের হত্যা করেছে তাতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে যে পদক্ষেপ নিতে যাচ্ছেন তা যথোপযুক্ত।

অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল এর সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ১৫ হাজার শিশুকে হত্যা করা ইসরাইলের উচিত হয়নি। শিশুদের হত্যার এ তালিকা অত্যন্ত লজ্জার।

প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা কমপক্ষে ৩৬ হাজার ৭৩১ জনে পৌঁছেছে। হামলায় আরও ৮৩ হাজার ৫৩০ জন আহত হয়েছেন।

তবে জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বকে নিন্দিত করে সাবেক টুইটার বর্তমান এক্সে তুমুল সমালোচনা হচ্ছে। ফিলিস্তিন বিষয়ে জাতিসংঘকে অর্থব এবং ক্ষমতাহীন ও বলছেন অনেকে।

বর্বরোচিত গণহত্যার সাথে জড়িত ইসরায়েল এই এই মুহূর্তে সারা বিশ্বে একটি নিন্দিত অবৈধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্টিত হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।