• ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

৪ রানে হেরে যায় বাংলাদেশ

usbnews
প্রকাশিত জুন ১১, ২০২৪
৪ রানে হেরে যায় বাংলাদেশ
নিউজটি শেয়ার করুনঃ

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ১১৪ রান তাড়ায় ৪ রানে হেরে যায় বাংলাদেশ।

চতুর্থ উইকেট হিসেবে ক্রিজে থিতু শান্ত যখন আউট ১০ ওভারে তখন বাংলাদেশের সংগ্রহ কেবল ৫০ রান। দারুণ ছন্দে বোলিং করছেন রাবাদা-নরকিয়েরা নাসাউয়ের চ্যালেঞ্জিং পিচে ১১৪ রানের লক্ষ্য তখন অনেক দূর। তবে স্রোতের বিপরীতে জমে গেল মাহমুদুল্লাহ-তাওহীদের জুটি।এই দুইজনের লড়াইয়ে ৬০,৭০,৮০,৯০ পেরিয়ে জয়ের পথে এগোতে থাকে। বাংলাদেশ। যদিও কঠিন এই উইকেটে শেষ বল পর্যন্ত কাউকে ফেভারিট বলার সুযোগ ছিলনা ।

শেষ পর্যন্ত হলোও তাই।ছয় উইকেট হাতে রেখে জয়ের সমীকরণ ১৮ বলে ২০ রানে নামিয়ে এনেও পারলনা।বার্টম্যান-রাবাদা-মাহারেজের দুর্দান্ত শেষ তিন ওভারে রান আসল কেবল ১৫।নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকা ১১৩ রানে জবাব দিতে নেবে বাংলাদেশ থামল ১০৯ রানে। রুদ্ধশ্বাস লড়াইয়ের পরেও বাংলাদেশের আক্ষেপ ৪ রানের।

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১১৩/৬

বাংলাদেশ: ২০ ওভারে ১০৯/৭

ফল: দক্ষিণ আফ্রিকা ৪ রানে জয়ী