• ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্বকাপে সুপার এইটের শেষ ম্যাচে আজ : আফগানদের বিপক্ষে বাংলাদেশ , থাকছে না কোনো বাংলাদেশি সাংবাদিক

usbnews
প্রকাশিত জুন ২৫, ২০২৪
বিশ্বকাপে সুপার এইটের শেষ ম্যাচে আজ : আফগানদের বিপক্ষে  বাংলাদেশ , থাকছে না কোনো বাংলাদেশি সাংবাদিক
নিউজটি শেয়ার করুনঃ

সুপার এইটের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে খেলবে  বাংলাদেশ । কিন্তু তার আগে দু’টি ম্যাচই খেলেছে অ্যান্টিগাতে। সেখান থেকে দল চার্টাড বিমানে নিজেদের শেষ ভেন্যু  সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে। কিন্তু দেশ থেকে আসা সংবাদকর্মীরা পড়েছে বিশাল বিড়ম্বনায়। অ্যান্টিগা থেকে সেন্ট ভিনসেন্ট যেতেই পাওয়া যাচ্ছে না কোনো বিমান। দ্বীপ হওয়াতে সড়ক পথেও যাওয়ার কোনো উপায় নেই। এমন সরাসরি সাগর পাড়ি দিয়ে ফেরিতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। যে দুই একটি বিমানের টিকিট পাওয়া যাচ্ছে সেই টিকিট কেটেও ধরা যাবে না বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। কারণ বিমানের সেই ফ্লাইটগুলোতে গন্তব্যে পৌঁছাতে লাগবে ২৫ থেকে ৩৬ ঘণ্টা।যদিও সাধারণ সময়ে যা লাগে ২ থেকে ৩ ঘণ্টা। সরাসরি ফ্লাইট থাকলে দেড় ঘণ্টাতেই পৌঁছানো যায়।

সুপার এইটের শেষ ম্যাচে আজ আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জিতলে সমীকরণের হিসাবে টিকে থাকবে সেমিতে খেলার ক্ষিণ সম্ভাবনা। আর হেরে গেলে আসর থেকে সুপার এইট খেলার সান্ত্বনা নিয়ে বিদায় নিতে হবে।