চীন সোমবার একটি নতুন আইন কার্যকর করছে যা জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষকে গুপ্তচরবৃত্তির সন্দেহে ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করার অনুমতি দেবে।
রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় আইনটি বাস্তবায়ন করছে যা গুপ্তচরবৃত্তি দমনের ক্ষমতাকে বাড়িয়ে দেবে।
বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার মোবাইল ফোন, ব্যক্তিগত কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসগুলো যাচাই করার পদ্ধতিগুলোর বর্ণনা আইনটিতে রয়েছে।
আইনটিতে, পৌরসভা বা উচ্চ পর্যায়ে জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কর্মকর্তাদের নোটিশ তৈরির কথা বলা হয়েছে।
তবে আইনটিতে, কর্মকর্তাদের অনুমোদন থাকলে এবং নিজেদের ক্ষমতা ব্যাখ্যা করা সাপেক্ষে জরুরি ক্ষেত্রে সরেজমিনে যাচাই করার অনুমোদন দেয়া হয়েছে।
মন্ত্রণালয় জোর দিয়ে জানায় যে আইনটি জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে এমন বেআইনি কার্যকলাপকে প্রতিহত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন যে কর্তৃপক্ষ তাদের যাচাই-বাছাইকে বৈধ হিসেবে জোর দিয়ে উল্লেখ করার জন্য আইনটিকে ব্যবহার করবে।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসন জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রশাসন দমনাভিযান কঠোর করার জন্য গত বছরের জুলাই মাসে একটি সংশোধিত পাল্টা গুপ্তচরবৃত্তি আইন কার্যকর করা শুরু করে। আইনটি নির্বিচারে ব্যবহৃত হওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন।