ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের কাঠুয়া জেলায় সামরিক বাহিনীর গাড়িবহরে স্বাধীনতাকামী সদস্যদের অতর্কিত হামলায় চার সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরো চারজন আহত হয়েছে। সোমবার (৮ জুলাই) কাঠুয়ার প্রত্যন্ত মাচেদি এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার মাছেদি এলাকা দিয়ে যাচ্ছিল ভারতীয় সেনার ৯ কোর বাহিনী। ঠিক সেই সময় সেনার কনভয়ে অতর্কিতে হামলা চালায় । এই হামলায় আহত হন ২ জওয়ান। প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে পালটা উগ্রবাদীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সেনা। জানা গেছে, এখনো ওই এলাকায় গুলির লড়াই জারি রয়েছে। জঙ্গল সংলগ্ন ওই এলাকায় উগ্রবাদীদের চারিদিক থেকে ঘিরে ফেলতে আরো বাহিনী তলব করা হয়েছে।