কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যেকার ফাইনাল শুরুতেআধাঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে। পরে আরও পেছায় ৪৫ মিনিট। সবমিলিয়ে ১ ঘন্টা ১৫ মিনিট পেছানো হয় ফাইনাল। স্টেডিয়ামে খেলোয়াড়দের প্রবেশের সময় উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়ে মায়ামির হার্ডরক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা বাধ্য হন টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের ওপর চড়াও হতে। প্রটোকল অবশ্য পুরোপুরি মানতে পারেননি হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশেরা। কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েছেন বিনা টিকিটে। পুরো বিষয়টি নিয়েই সেখানে তৈরি হয় জটিল পরিস্থিতির। ফাইনালকে কেন্দ্র করে বাড়তি ব্যবস্থা নিয়েও বিতর্ক এড়াতে পারেনি কনমেবল। দেখা যায় অনেক দর্শক টিকেট নিয়ে বাইরে অপেক্ষা করছে।
অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে লাওতারো মার্তিনেজের ১১২ মিনিটের গোলে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে আবারও কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা।
ম্যাচে দারুণ ফুটবল খেলেছে কলম্বিয়া। আর্জেন্টিনাকে চুল পরিমান ছাড় তিতে চায়নি তারা। প্রথমার্ধে তো আর্জেন্টিনাকে সেভাবে পাওয়াই যায়নি ম্যাচে। দ্বিতীয়ার্ধের শেষ ভাগ থেকে ম্যাচ জমে ওঠে আক্রমণ আর পাল্টা আক্রমণে। শেষ দিকে আক্রমণে বেশি কার্যকর ছিল আর্জেন্টিনাই।
ম্যাচে ৫৬ শতাংশ বলের দখল ছিল কলম্বিয়ার অনুকূলে। ১৯টি শটের চারটি লক্ষ্যে রাখতে পারে তারা। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে তারা। তবে পোস্টের নিচে ছিলেন আর্জেন্টিনার বিশ্বস্ত এমিলিয়ানো মার্তিনেস।