কোটাবিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন বিদেশে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীরা। দেশজুড়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়া, কানাডা ও জার্মানিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়ার সিডনিতে কোটাবিরোধীদের পক্ষে সংহতি জানিয়ে সমাবেশ আয়োজন করে দ্য ইউনিভার্সিটি অব সিডনি, ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস), ম্যাকুয়েরি বিশ্ববিদ্যালয়, জর্জ ব্রাউন, ইম্পেরিয়াল কলেজসহ বিভিন্ন কলেজ।
এছাড়া জার্মানির মিউনিখে কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীদের পক্ষে সমাবেশ করেছে জার্মানিস্থ বাংলাদেশি শিক্ষার্থীরা। সেখানে তারা বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ এবং পুলিশের হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। অস্ট্রেলিয়ার বিক্ষোভ সমাবেশে আগত শিক্ষার্থীরা কোটাবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক বলে মনে করেন কানাডার টরেন্টোতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। কোটাবিরোধীর সমর্থনে তারা একটি সমাবেশের আয়োজন করে। যেখানে তাদের কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। কানাডার শিক্ষার্থীরাও দেশজুড়ে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছেন। বিদেশের মাটিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশগুলোতে হামলার প্রতিবাদে বিভিন্ন ব্যানার প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। এসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়রত শিক্ষার্থীদের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।