• ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

পাকিস্তানে খ্রিস্টান, হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে : তথ্য প্রকাশ করেছে পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স

usbnews
প্রকাশিত জুলাই ২১, ২০২৪
পাকিস্তানে  খ্রিস্টান,  হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে  : তথ্য প্রকাশ করেছে পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স
নিউজটি শেয়ার করুনঃ

‘পপুলেশন অ্যান্ড হাউজিং সেন্সাস’-এর তথ্য প্রকাশ করেছে পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স। জনগণনা অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় ২৪ কোটি ১৫ লক্ষ।

জনগণনার রিপোর্টে দেখা যাচ্ছে, মুসলিম প্রধান এই দেশে সব সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যাই বেড়েছে। তবে মোট জনসংখ্যার নিরিখে শতকার হারে এই ছবি কিছুটা আলাদা। যেমন হিন্দুদের সংখ্যা বাড়লেও শতকরা হারে তা মোট জনসংখ্যার ১.৬১ শতাংশ। ২০১৭ সালে এই হার ছিল ১.৭৩ শতাংশ। অন্যদিকে, খ্রিস্টানের সংখ্যা ২৬ লক্ষ থেকে বেড়ে ৩৩ লক্ষ হয়েছে। একই সঙ্গে শতকরা হারে খ্রিস্টানদের সংখ্যা ১.২৭ শতাংশ থেকে বেড়ে ১.৩৭ শতাংশ হয়েছে। তবে আহমাদিদের জনসংখ্যা ২৯ হাজারেরও বেশি কমে দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৬৩ হাজার। অন্যদিকে, পাকিস্তানে শিখ ও পার্সি সম্প্রদায়ের জনসংখ্যা যথাক্রমে ১৫ হাজার ৯৯৮ ও ২ হাজার ৩৪৮।  জনগণনার রিপোর্ট অনুযায়ী, পুরুষদের সংখ্যা ১২ কোটি ৪ লক্ষ ৩২ হাজার। আর মহিলাদের সংখ্যা ১১ কোটি ৭ লক্ষ ১৫ হাজার। ২০ হাজার ৩৩১ জন রূপান্তরকামীকেও জনগণনায় নথিভূক্ত করা হয়েছে। মোট জনসংখ্যার ৬৭ শতাংশের বয়স ৩০ বছরের নীচে ও ৮০ শতাংশের বয়স ৪০ বছরের নীচে।

জনগণনা অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় ২৪ কোটি ১৫ লক্ষ।  ২০১৭ সালের তুলনায় মোট জনসংখ্যা বেড়েছে ২.৫৫ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, এই হার বজায় থাকলে ২০৫০ সালে পাকিস্তানের জনসংখ্যা দ্বিগুণ হবে। ২০১৭ সালে মোট জনসংখ্যার ৯৬.৪৭ শতাংশই ছিল মুসলিম ধর্মাবলম্বী। নতুন জনগণনা অনুযায়ী সেই হার কমে হয়েছে ৯৬.৩৫ শতাংশ।