• ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি

গুগলের বিরুদ্ধে শুরু তদন্ত

usbnews
প্রকাশিত জুলাই ২২, ২০২৪
গুগলের বিরুদ্ধে শুরু তদন্ত
নিউজটি শেয়ার করুনঃ

ইউজারদের ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে বাণিজ্যিক ফায়দা তুলছে গুগল! চাঞ্চল্যকর অভিযোগ উঠল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটির বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে এবার গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে ইটালি। জানা গিয়েছে, গুগল এবং অ্যালফাবেট- দুই সংস্থার বিরুদ্ধেই তদন্ত চালানো হবে। গত সপ্তাহেই এই বিষয়টি জানানো হয়েছে ইটালির সাইবার সুরক্ষা সংস্থার তরফে।

ইটালির সংস্থাটির দাবি, ইউজারদের কাছে বেশ কিছু ক্ষেত্রে তথ্য ব্যবহারের অনুমতি চায় গুগল। সেখানে অধিকাংশ ক্ষেত্রেই ইউজাররা তথ্য ব্যবহারের অনুমতি দিয়ে দেন। তার পরে সেই তথ্য ব্যবহার করে ভুয়ো ব্যবসায়িক ফায়দা তোলা হতে পারে। অনেক ক্ষেত্রে ভুলভাবেও ইউজারদের থেকে তথ্য চাওয়ার অনুমতি আদায় করে নেয় গুগল।

এমনই একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইটালি। কেবল গুগল নয়, তাদের ‘পেরেন্ট’ সংস্থা অ্যালফাবেটের বিরুদ্ধেও চলবে তদন্ত। ইটালির  নিয়ম অনুযায়ী, গ্রাহকদের অধিকার রক্ষা আইন লঙ্ঘিত হলে বিরাট অঙ্কের জরিমানা গুণতে হয় সংশ্লিষ্ট সংস্থাটিকে। ৫ হাজার থেকে শুরু করে ১ কোটি ইউরো পর্যন্ত হতে পারে জরিমানার অঙ্কটা।