মটোরোলা, Razr 50 Ultra র পর এবার গ্রাহকদের জন্য নতুন ফোন আনতে চলেছে মটোরোলা। কোম্পানি তাদের অফিসিয়াল X Handle-এ এই আসন্ন ফোনের নতুন একটি টিজার (teaser) প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, বিশ্বের সবচেয়ে পাতলা মিলিটারি গ্রেড সার্টিফায়েড স্মার্টফোন লঞ্চ করতে চলেছে মটোরোলা।
কোম্পানির তরফ থেকে ছোট্ট একটি টিজার ভিডিওর সঙ্গে ক্যাপশন দেওয়া হয়েছে “Do You Dare to Be Bold”। এছাড়া আরেকটি টিজার ভিডিওতে কোম্পানি স্মার্টফোনটি টিজ করেছে এবং ক্যাপশন দিয়েছে “The bold journey begins soon”। কোম্পানির দাবি, বিশ্বের সবচেয়ে পাতলা ফোন যা মিলিটারি গ্রেডের MIL-810 ড্যুরেবল সহ ভারতে আসতে চলেছে। দেখা যাক কেমন হয় নতুন ফোনটি।
নতুন স্মার্টফোনটি যদি পড়ে যায় তাহলেও ভাঙবে না, এমনটাই জানিয়েছে মটোরোলা। ফোনটিকে মিলিটারি গ্রেডের MIL-810 সার্টিফিকেট দেওয়া হয়েছে, মানে ডিভাইসটি ঠান্ডা, গরম এবং হিউমিডিটি-তে খারাপ হবে না। কোম্পানি জানিয়েছে, আগামী দিনে ফোনটি অনলাইন শপিং সাইট Flipkart থেকে কেনা যাবে।
একাধিক রিপোর্টে দেখা গিয়েছে, মটোরোলা ভারতীয় বাজারে পাতলা স্মার্টফোন হিসেবে এই মটোরোলা Edge 50 Neo লঞ্চ করতে পারে। আসন্ন এই স্মার্টফোনটিকে পানি এবং ধুলো থেকে রক্ষা করার জন্য এতে IP68 রেটিং দেওয়া হয়েছে।