তিস্তা প্রসঙ্গে অনড় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও ভাবেই দেশটির কেন্দ্রের বক্তব্যকে মানতে চাইছেন না৷
সোমবার রাজ্য বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সমালোচনা করেন। রীতিমতো আক্রমণাত্মক মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, উত্তরবঙ্গের বন্যা, তিস্তা, ভুটানের বন্যা, একাধিক বিষয়ে বিঁধেছেন মুখ্যমন্ত্রী।
ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে আরও জানানো হয়ঃ এদিন আরও একবার তিস্তা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ” তিস্তায় জল আছে? ১৪ টা হাইডেল পাওয়ার পাম্প আছে। কালিম্পং, আপার শিলিগুড়ি যখন ভেসে যায়। তখন কি কেন্দ্র চোখ বন্ধ করে বসেছিল? ”
তিনি আরও বলেন, “আগেই সিকিম তিস্তার অনেক জল নিয়ে নিয়েছে। তাতে জল কমে গিয়েছে। গাছ কাটা হল। তখনই সতর্ক হওয়া দরকার ছিল।