পুলিশের বাধা উপেক্ষা করে চট্টগ্রাম আদালত চত্বরে অবস্থান নিয়েছেন প্রায় ৫০০ বিক্ষোভকারী। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে সেখানে অবস্থান নেন তারা।
এতে পুলিশের বাধা উপেক্ষা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা যোগ দেন।
এদিকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘিরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে আজ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের এই ঘোষণা দেন।
বিস্তারিত আসছে…