• ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে করা রিটের শুনানি হচ্ছে না আজ

usbnews
প্রকাশিত জুলাই ৩১, ২০২৪
আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে করা রিটের শুনানি হচ্ছে না আজ
নিউজটি শেয়ার করুনঃ

কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর গুলি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজ বুধবার হচ্ছে না।

বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের অপর বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেয়ায় আজ দ্বৈত বেঞ্চ বসবেন না। তবে বিচারপতি মোস্তফা জামান ইসলাম একক বেঞ্চ পরিচালনা করবেন বলে জানান বেঞ্চ অফিসার রেজাউল করিম।

গতকাল হাইকোর্ট কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। হাইকোর্ট বলেন, গত কয়েক দিনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত।

হাইকোর্ট আরো বলেন, সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে। কিন্তু আমরা কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছি না। পুলিশ কী আচরণ করবে তা তো সিআরপিসিতে পরিষ্কার বলা আছে।

শুনানি শেষে ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের বলেন, আমরা দেশের নাগরিক হিসেবে নাগরিক সমাজের পক্ষ থেকে আদালতের শরণাপন্ন হয়েছি। এটি আমাদের নাগরিক উদ্যোগ। আর নাগরিক উদ্যোগ নেয়ার আমাদের সাংবিধানিক অধিকার আছে। হাইকোর্টের অন্য বেঞ্চ খোলা থাকলেও রাষ্ট্রপক্ষের অনেক কর্মকর্তা এই বেঞ্চের শুনানিতে ছিলেন। তারা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন না করে সেখানে ছিলেন।