• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানের গণপরিষদে হট্টগোল

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৪
ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানের গণপরিষদে হট্টগোল
নিউজটি শেয়ার করুনঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস নিয়ে দেশটির পার্লামেন্টের জাতীয় পরিষদে ব্যাপক বিতণ্ডা হয়েছে। ইমরানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) দাবি, কারাগারে তাদের নেতাকে সুযোগ–সুবিধা দেওয়া হচ্ছে না। তবে সরকারদলীয় পার্লামেন্ট সদস্যরা এ দাবি নাকচ করে বলেন, কারাগারে ইমরান ‘পাঁচ তারকা হোটেলের’ মতো সুবিধা পাচ্ছেন।

জাতীয় পরিষদে এ ঘটনা ঘটে শুক্রবার। অধিবেশনে বিরোধী সদস্য ওমর আইয়ুব খান বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খানকে তার পরিবার ও দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। ইমরানের সঙ্গে দেখা করতে যাওয়া নেতাদের কারাগারের বাইরে হেনস্তার শিকার হতে হচ্ছে। তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

এরপর পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল এবং পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) সদস্য হানিফ আব্বাসি তাদের বক্তব্যে বলেন, পিটিআই সরকারের আমলে তারা ব্যাপক দমন–পীড়নের শিকার হয়েছিলেন। বিভিন্ন মামলায় কারাগারে থাকা ইমরান যে নির্দোষ, তা তাকে আদালতে প্রমাণ করতে হবে। গণমাধ্যমের সামনে ‘কান্নাকাটি’ করলে চলবে না।

মন্ত্রী আহসান ইকবাল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ পিএমএল–এনের প্রায় সব জ্যেষ্ঠ নেতা কারাগারে ছিলেন। তারা যে নির্দোষ, তা আদালতে প্রমাণ করতে পেরেছেন। কারাগারে ইমরানের সুযোগ–সুবিধা না পাওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, একটি পাঁচ তারকা হোটেলে যেমন সুবিধা পাওয়া যায়, কারাগারে ইমরানের জন্য সেসব সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

এসব বক্তব্যের পর বিরোধী সদস্যরা প্রতিবাদ জানিয়ে স্লোগান দেওয়া শুরু করেন। একপর্যায়ে পাল্টাপাল্টি স্লোগানে পরিষদে হট্টগোল শুরু হয়। স্পিকার আয়াজ সাদিক বাধ্য হয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। শুক্রবারের অধিবেশনে ১৮টি বিষয়ে আলোচনার কথা ছিল। হট্টগোলের কারণে সে আলোচনাও সম্ভব হয়নি। শুধু প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। তা–ও আধা ঘণ্টা স্থগিত ছিল।

এদিকে পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদের কারণে নড়বড়ে অবস্থায় রয়েছে অর্থনীতি। এমন পরিস্থিতিতে দেশটিতে ‘সংকীর্ণতা’ দেখা দেওয়ায় ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ইমরান। শুক্রবার আদালতের এক শুনানিতে অংশ নেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।