• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আজ থেকে থাকছে না বাংলাদেশের ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৪
আজ থেকে থাকছে না বাংলাদেশের  ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা
নিউজটি শেয়ার করুনঃ

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার থেকে গ্রাহকরা যেকোনো অংকের টাকা উত্তোলন করতে পারবেন।

গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানান, ‘আগামীকাল (রোববার) থেকে গ্রাহকরা যেকোনো অংকের টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন।’

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া এই নিষেধাজ্ঞা প্রায় এক মাস পর শিথিল করা হলো। ছাত্র-জনতার আন্দোলনে মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা অস্বাভাবিক হয়ে পড়ে।

৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। এরপর নগদ টাকা পরিবহনে নিরাপত্তাশঙ্কা এবং ব্যাংক থেকে বেশি নগদ টাকা উত্তোলন করে ব্যাংক খাত অস্থিতিশীল করতে পারেন—এমন আশঙ্কায় টাকা উত্তোলনে সীমা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক।

এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ৭ আগস্ট ব্যাংকগুলোকে গ্রাহকদের দৈনিক নগদ উত্তোলনের পরিমাণ সীমাবদ্ধ করতে নির্দেশনা দেয়। গত সপ্তাহে গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে প্রতি দিনে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা তুলতে পারতেন। তার আগের সপ্তাহে এই সীমা ছিল চার লাখ টাকা। এর আগের সপ্তাহে তিন লাখ টাকা পর্যন্ত তোলা যেত। তার আগের সপ্তাহে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল।