• ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

চীন টানা ১১ বছর ধরে শিল্পরোবটের জন্য বিশ্বের বৃহত্তম বাজারের স্থান ধরে রেখেছে

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৪
চীন টানা ১১ বছর ধরে শিল্পরোবটের জন্য বিশ্বের বৃহত্তম বাজারের স্থান ধরে রেখেছে
নিউজটি শেয়ার করুনঃ

বেইজিংয়ে চলমান ২০২৪ বিশ্ব রোবট সম্মেলনে  চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সিন কুয়োবিন জানান, চীন টানা ১১ বছর ধরে শিল্পরোবটের জন্য বিশ্বের বৃহত্তম বাজারের স্থান ধরে রেখেছে।

পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালে চীনের শিল্পরোবট উৎপাদন চার লাখ ৩০ হাজার সেটে পৌঁছেছে। একই সঙ্গে গত তিন বছর ধরে  চীনের রোবট ইনস্টলেশন বিশ্ব বাজারের অর্ধেকেরও বেশি।

সিন কুয়োবিন আরও বলেন, এক দশকের দ্রুত উন্নয়নের পর, চীন বিশ্বব্যাপী রোবট শিল্পের বৃদ্ধির একটি শক্তিশালী প্রবর্তক হয়ে উঠেছে এবং গত কয়েক বছরে চীনের রোবট শিল্প উদ্ভাবন ও উন্নয়নে দুর্দান্ত অগ্রগতি অর্জন করেছে।

২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত চীন এক লাখ ৯০ হাজারের বেশি কার্যকর রোবট সংক্রান্ত পেটেন্ট লাভ করেছে যা বিশ্বের মোট সংখ্যার দুই তৃতীয়াংশ।

বেইজিংয়ে পাঁচ দিনের বিশ্ব রোবট সম্মেলন ২০২৪ বুধবার শুরু হয়েছে। টেসলা এবং সিয়াসুনের মতো বড় প্রতিষ্ঠানসহ বিশ্বের ১৬৯টি কোম্পানি এতে অংশ নিয়েছে । অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ৬০০টিরও বেশি ইউনিট রোবট প্রদর্শন করেছে। এর মধ্যে ৬০টিরও বেশি রোবট প্রথমবারের মতো এই সম্মেলনে তাদের ওয়ার্ল্ড ডেব্যু করেছে।