• ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধের ভারতের ৪ সেনা নিহত

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৪
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধের ভারতের ৪ সেনা নিহত
নিউজটি শেয়ার করুনঃ

ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল বন্দুকযুদ্ধ হয়েছে। এতে অন্তত দুইজন সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর ভারতের এনডিটিভির।

এ ছাড়া কাথুয়ায় নিরাপত্তার বাহিনীর অভিযানে দুইজন স্থানীয় নিহত হয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু-কাশ্মীরে পুলিশ যৌথ অভিযানে নামে। এরপরেই সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। এতে দুই সেনা নিহত হয়েছে। তবে অভিযান এখনো চলছে।

ওই অঞ্চল কিশতওয়ারের ছাত্রতে অভিযান শুরুর পর স্বাধীনতকামীদের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ হয়। অভিযান এখনো চলছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একই ধরনের কথিত সন্ত্রাসীদের সঙ্গে গত জুলাইতে দোহায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয়। সেইসময় সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছিল।

এদিকে আগামীকাল জম্মু-কাশ্মীরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর করবেন বলে জানা গেছে।