• ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

আলাদা প্রশাসন দাবি করে কুকি নারীদের বিক্ষোভ মনিপুরে

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৪
আলাদা প্রশাসন দাবি করে কুকি নারীদের বিক্ষোভ মনিপুরে
নিউজটি শেয়ার করুনঃ

মনিপুরের গামগিফাই গ্রামের কুকি সম্প্রদায়ের নারীরা রাজপথে বিক্ষোভ করেছেন। তারা চলমান সহিংসতার একমাত্র নির্ভরযোগ্য সমাধান হিসেবে একটি আলাদা প্রশাসন দাবি করেছেন। ওই অঞ্চলে কুকি ও মেইতি সম্প্রদায়ের মধ্যে যে উত্তেজনা চলছে তারই প্রকাশ পেয়েছে এই বিক্ষোভ। কমিটি অন ট্রাইবাল ইউনিটির মুখপাত্র লুন কিপজেন এই প্রতিবাদের বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনিও জোর দিয়েছেন এসব প্রতিবাদীদের দাবির প্রতি। বলেছেন, একটি প্রশাসনিক সমাধানই অব্যাহত দাবি পূরণ করতে পারে।