সাথে রঙিন হয়ে উঠেছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। মাঠজুড়ে এখন সোনালি স্বপ্নের ছড়াছড়ি। নতুন ধানের উপস্থিতিতেই কৃষক পরিবারে লেগেছে আনন্দের ঢেউ। বাতাসে ভেসে আসছে পাকা ধানের মৌ মৌ গন্ধ।
সমতল ভূমির মাঠে মাঠে কার্তিক মাসের শেষ সপ্তাহ থেকেই মৃদু বাতাসে দুলছে সোনালী ধান। পাকা ধানের সুমিষ্ট ঘ্রাণে মুখরিত হয় ওঠে কৃষকের মাঠ। সোনালী ধান বার্তা দেয় আবহমান বাংলার নবান্ন দোড়গোড়ায়। তখন থেকেই কৃষকরা মাতোয়ারা হয়ে ওঠেন চিরায়ত হেমন্ত উৎসবে। অগ্রহায়ণের প্রথম সপ্তাহ থেকেই জেলার কিছু কিছু এলাকায় শুরু হয় ধান কাটা। তখন থেকেই মাঠে মাঠে চলছে উৎসবের আমেজ।
চলতি বছরে নানা প্রতিকূলতা সত্ত্বেও আবহাওয়া অনুকূলে থাকায় মৌলভীবাজারে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়া অধিক ফলনের আনন্দের আভা কৃষকদের চোখে-মুখে। মাঠে কেউ ধান কাটছেন, কেউ আটি বাধছেন, কেউ কাধে করে বা যাদের বাড়ি ফসলের মাঠ থেকে দূরে তারা বিভিন্ন যানবাহনে ধান নিয়ে যাচ্ছেন বাড়িতে, কেউ ধান মাড়াই করছেন, আবার কৃষাণীরা মাড়াইকৃত ধান সেদ্ধ করে সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। কারো যেন দম ফেলারও ফুরসত নেই। এ যেন অপরূপ বাংলার এক অসাধারণ দৃশ্য।