• ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিআইআইই-তে অংশ নেবে

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৪
৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিআইআইই-তে অংশ নেবে
নিউজটি শেয়ার করুনঃ

সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) ৫ থেকে ১০ নভেম্বর শাংহাইয়ে অনুষ্ঠিত হবে। জানা গেছে, বর্তমানে জাতীয় প্রদর্শনীর প্রস্তুতি কাজ সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা পণ্য প্রদর্শন প্রস্তুতি ও বুথ নকশা পর্যায়ে প্রবেশ করে। এ পর্যন্ত ৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা মেলায় অংশ নেয়ার কথা নিশ্চিত করেছে।

চলতি বছরের জাতীয় প্রদর্শনীটি দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের বছর, সাংস্কৃতিক পর্যটন বছর ও সাংস্কৃতিক বিনিময় বছর সংযুক্ত করে, দ্বিপাক্ষিক সহযোগিতামূলক ফলাফলকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রদর্শন করবে।

সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থা বৈচিত্র্যপূর্ণ দ্বিপাক্ষিক কার্যক্রম আয়োজন করার মাধ্যমে চীনের সঙ্গে সহযোগিতা ফলপ্রসূ করবে।