ডনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে দু’বার গুলি চালানোর ঘটনা ইতিমধ্যে ঘটেছে। এবার ডেমোক্র্যাট নেত্রী কমালা হ্যারিসের অফিস লক্ষ্য করে গুলি চললো। মার্কিন দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর সাথে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটায় বাড়ছে উদ্বেগ। অ্যারিজোনার সাদার্ন অ্যাভিনিউয়ের প্রিস্ট ড্রাইভের কাছে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির প্রচার দপ্তরে গুলি চলার অভিযোগ ওঠে। এখানে ১৮ জন সদস্য মিলে কমালা হ্যারিসের নির্বাচনী প্রচারের নানা গুরুত্বপূর্ণ কাজ করেন।
বুধবার সকালে সেখানকার কর্মীরা দেখেন অফিসের সামনের জানলার কাচ ভাঙা। গুলির চিহ্ন রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। মাঝরাতে এই ঘটনা ঘটেছে। সেই সময়ে অফিসে কেউ না থাকায় কোনও আহত বা মৃত্যুর খবর নেই। তবে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।
এই ঘটনার পিছনে কারা রয়েছে তা দ্রুত জানা সম্ভব হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সমস্ত কিছু ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অ্যারিজোনার ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ইয়োলান্ডা বেজারানো বিবৃতি দিয়ে বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে অ্যারিজোনায় ডেমোক্রেটিক পার্টি হিংসার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আমরা আমাদের কর্মীদের নিরাপত্তার জন্য পুলিশের সঙ্গে কাজ করব।”