• ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে হেলেন, নিহত ১

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৪
ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে হেলেন, নিহত ১
নিউজটি শেয়ার করুনঃ

যুক্তরাষ্ট্রে প্রায় ২০৯ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে হারিকেন ‘হেলেন’। হারিকেনের আঘাতে ফ্লোরিডার টাম্পা এলাকায় একজনের মৃত্যু হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের কর্মকর্তারা বাসিন্দাদের বাধ্যতামূলক স্থানান্তরের আদেশ দিয়ে বলেছেন, ফ্লোরিডা বিগ বেন্ড উপকূল বরাবর সবাই সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ের ঝুঁকিতে রয়েছে। হারিকেন হেলেন বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ‘ক্যাটাগরি ৪’ এ রূপ নেয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়ের শক্তি আরও বাড়তে পারে।

ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে, বন্ধ করে দেয়া হয়েছে ফ্লোরিডা বিমানবন্দর। হারিকেনের আঘাতে উপকূলীয় এলাকায় ২০ ফুট উচ্চতার ভয়ঙ্কর ঢেউ আছড়ে পড়তে পারে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় হারিকেন হেলেন ক্যাটাগরি ৪-এ রূপ নিয়েছে। ফলে এর আশপাশে ১৩০ মিটার গতিতে বাতাস বয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়ের শক্তি আরও বাড়তে পারে। শক্তিশালী এই ঝড় শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে ফ্লোরিডায় আছড়ে পড়তে পারে। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোলের তথ্য অনুসারে, টাম্পা এলাকায় একজনের মৃত্যু হয়।

কেন্দ্র পরিচালক মাইকেল বেরিনান বলেন, স্থানীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় যেতে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এ ঝড়ে প্রাণনাশের আশঙ্কা রয়েছে। এছাড়া হারিকেনের ফলে কোথাও ২০ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে, যা দুই তলা ভবনের সমান। তিনি আরও বলেন, শক্তিশালী ঝড়ের আঘাতে উপকূলীয় অঞ্চলে থাকা কোনোভাবে সম্ভব নয়। কারণ, ঢেউয়ের আঘাত ভবন ভেঙে যেতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, হারিকেনটি ফ্লোরিডার টাম্পা থেকে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ২০৯ কিলোমিটার পশ্চিমে ছিল। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বেড়েই চলছে। এছাড়া ঝড়ের প্রভাবে জার্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা এবং মধ্যবর্তী ও পশ্চিম উত্তর ক্যারোলিনাতেও বৃষ্টিপাত হচ্ছে।