পশ্চিম এশিয়ার মধ্যে বিমান সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আজারবাইজানের সাথে যুদ্ধবিমান বিক্রয় চুক্তি স্বাক্ষর করলো পাকিস্তান।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আজারবাইজানের কাছে জেএফ- ১৭ ব্লক- ৩ নামের যুদ্ধবিমান বিক্রয় চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। শক্তিশালী রাডার ও দূরপাল্লার ভিজ্যুয়াল রেঞ্জ ক্ষমতাসম্পন্ন এ বিমানগুলো যুদ্ধমিশন সম্পন্ন করতে সক্ষম।
গেল জুলাইতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের পাকিস্তান সফরে এ বিমানের প্রদর্শনী করে পাকিস্তান সেনাবাহিনী। যদিও বিমানের সংখ্যা ও কী পরিমাণ অর্থের বিনিময়ে এ চুক্তি করেছে পাকিস্তান, তা এখনও প্রকাশিত হয়নি। চুক্তিটি উভয় দেশের সামরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আলিয়েভ।