উজানের ঢল ও টানা দুই দিনের বৃষ্টিতে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই। এতে প্লাবিত হয়েছে তিস্তা নদীর তীরবর্তি নিম্নাঞ্চল। পানির চাপ কমাতে তিস্তা ব্যারাজের ৪৪ জলকপাট খুলে দিয়েছে কতৃপক্ষ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১২ টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.১০ মিটার (স্বাভাবিক ৫২.১৫ মিটার)। যা বিপদসীমার ৫ সেঃ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ইতোমধ্যে তিস্তা নদীর তীরবর্তি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলগুলোর ঘরবাড়ি ও ফসলি জমিতে পানি উঠতে শুরু করেছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদীভাঙন আতঙ্কে পড়েছেন। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ৮-১০টি চর ও পাশ্ববর্তী এলাকায় পানি উঠতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।