বাংলাদেশ-ভারত টেস্টের তৃতীয় দিনও পরিত্যক্ত হলো। মাঠ ভেজা আর আলোক স্বল্পতা দুটোই আজ খেলা না হওয়ার কারণ। যদিও আজ সকাল থেকে বৃষ্টি হয়নি কানপুরে।
মাঠ প্রস্তুত, কিন্তু খেলা হচ্ছে না আলোক স্বল্পতায়
সকাল থেকে কানপুরে বৃষ্টি না থাকলেও আকাশ মেঘে ছেয়ে আছে। যে কারণে রয়েছে আলোক স্বল্পতা। তাতে মাঠ প্রস্তুত থাকলেও খেলা শুরু করা যাচ্ছে না।
আড়াইটায় আবার মাঠ দেখবেন আম্পায়াররা
মাঠ এখনও প্রস্তুত নয়, আড়াইটায় আবার মাঠ দেখবেন আম্পায়াররা। তখন জানা যাবে কখন খেলা শুরু হবে।
মাঠ দেখছেন আম্পায়াররা, দ্রুত জানা যাবে খেলা শুরুর সময়
কানপুরে বৃষ্টি নেই, মাঠও প্রায় প্রস্তুত। আম্পায়াররা মাঠ দেখতে নেমেছেন। দুই দলকে ইতিমধ্যে বার্তা দেওয়া হয়েছে। একটু পরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে কখন শুরু হবে খেলা।
প্রথম সেশনে খেলা হবে না
বৃষ্টি নেই, তবে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামের মাঠ এখনও ভেজা। ফলে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনে খেলা হচ্ছে না। মাঠ কর্মীরা এখন মাঠ শুকানোতে ব্যস্ত সময় পার করছেন। আম্পায়াররা সাড়ে ১২টায় মাঠ দেখে জানাবেন কখন খেলা শুরু হবে।
এর আগে গতকাল টানা বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ায়নি। আর প্রথম দিনে খেলা হয় ৩৫ ওভার। যেখানে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। মুমিনুল হক ৪০ আর মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৬ রানে।