• ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ইরানি গুপ্তচরের তথ্যেই ইসরায়েল হামলা করে হত্যা করেছিল হাসান নাসরাল্লাকে

usbnews
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৪
ইরানি গুপ্তচরের তথ্যেই ইসরায়েল হামলা করে হত্যা করেছিল হাসান নাসরাল্লাকে
নিউজটি শেয়ার করুনঃ

সর্বদা কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকত হিজবুল্লা নেতা হাসান নাসরাল্লা। কোথায় থাকে, কী করে — ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া তার তথ্য পাওয়া কারও পক্ষে সম্ভব ছিল না। এহেন শীর্ষনেতাকে কীভাবে ইসরায়েল কি করে হামলা চালায় সেটা আলোচনা হচ্ছে বিশ্বজুড়ে।
ফ্রান্সের সংবাদপত্র ‘লে পার্সিয়েন’-এর খবর অনুযায়ী, একজন ইরানি গুপ্তচরই নাসরাল্লার হদিশ দিয়েছিল ইসরায়েলকে । রিপোর্টে দাবি করা হয়েছে, শনিবার বেইরুটের দক্ষিণ শহরতলিতে অন্য নেতাদের সঙ্গে বৈঠক করতে গিয়েছিল নাসরাল্লা। আন্ডারগ্রাউন্ড সেই বৈঠকের কথা শনিবার দুপুর নাগাদ জানিয়েছিলেন ওই গুপ্তচর। সেই ক্লুর ভিত্তিতে দ্রুত হামলার সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু সরকার। নিখুত হামলা চালিয়ে শেষ করা হয় নাসরাল্লা সহ একাধিক শীর্ষ হিজবুল্লা নেতাকে।