• ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

একসঙ্গে ১৮০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : লক্ষ্য ছিল বিমানঘাঁটি-গোয়েন্দা দপ্তর, ৮০ শতাংশ সফল আঘাত হানার দাবি

usbnews
প্রকাশিত অক্টোবর ২, ২০২৪
একসঙ্গে ১৮০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : লক্ষ্য ছিল বিমানঘাঁটি-গোয়েন্দা দপ্তর, ৮০ শতাংশ সফল আঘাত হানার দাবি
নিউজটি শেয়ার করুনঃ

হামাস প্রধান ইসমাইল হানিয়েকে হত্যা ও লেবাননে নজিরবীহিন বিমান হামলায় শীর্ষ সামরিক জেনারেলকে হত্যার জবাবে ইসরায়েলে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেলআবিব, হাইফা ও জেরুসালেমের মতো প্রধান শহরগুলোতে এই হামলা হয়েছে।

ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে সিএনএন এই তথ্য জানিয়েছে।ধারণা করা হচ্ছে,বেসামরিক জনগণ নয় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ছিল ইরানের ছোড়া মিসাইলের লক্ষ্যবস্তু।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতের এই হামলাকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইস অব ইসরাইয়েলও জানিয়েছে,দেশটি বিভিন্ন লক্ষ্যবস্তুতে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দুটি বিমানঘাঁটি এবং একটি গোয়েন্দা দপ্তরও রয়েছে।

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, ক্ষেপণাস্ত্র থেকে ছিটকে পড়া অংশের আঘাতে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।তাছাড়া এ হামলায় তেলআবিবে দুইজন বেসামরিক লোকআও আহত হয়েছেন।

হামাস প্রধান ইসমাইল হানিয়েকে হত্যা ও লেবাননে নজিরবীহিন বিমান হামলায় শীর্ষ সামরিক জেনারেলকে হত্যার জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।বিভিন্ন শক্তি মাত্রার প্রায় ১৮১টি শক্তিশালী মিসাইল তেল আবিবকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে ৮০ শতাংশ মিসাইল সফল আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি কার্ড কোর (আইআরজিসি) ঘনিষ্ট সংবা সংস্থা ফারস।ইতিমধ্যে বেশ কিছু মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানার খবর ও ভিডিও প্রকাশিত হয়েছে বিশ্ব গণমাধ্যমে।

 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ধারণা করা হচ্ছে আপাতত ইরানের পক্ষ থেকে নতুন করে হামলার আশঙ্কা নেই।

দেশবাসীর উদ্দেশে এক বিবৃতিতে তিনি বলেন, ‘আপনারা নিরাপদ আশ্রয় ছেড়ে যেতে পারেন। তবে আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

এদিকে ইসরায়েলের জরুরি সেবা বিভাগের তথ্য অনুসারে, মঙ্গলবার তেল আবিবে বন্দুক হামলায় আটজন নিহত ও আরও আটজন আহত হয়েছেন।দুইজন হামলাকারীকে সন্ত্রাসী উল্লেখ করে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে ইসরায়েলি চিকিৎসকরা জানিয়েছিলেন, তারা ঘটনাস্থলে অন্তত সাতজন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন।

এর আগে শুক্রবার বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলের হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলের ভূখণ্ডে সীমিত পরিসরের হামলা চালিয়ে আসছিল ইরানের সমর্থনপুষ্ট সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলও পাল্টা জবাব দিচ্ছিল। গত ১৭ সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল।