• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ পথে ইসরাইলের হামলা, সীমান্তে আটকা কয়েক হাজার বাসিন্দা

usbnews
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৪
লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ পথে ইসরাইলের হামলা, সীমান্তে আটকা কয়েক হাজার বাসিন্দা
নিউজটি শেয়ার করুনঃ

লেবানন-সিরিয়া সীমান্তে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে সীমান্তবর্তী এলাকা মাসনার কাছের সিরিয়া ক্রসিং পথ ধ্বংস হয়ে গেছে। লেবাননের পরিবহন মন্ত্রী বলেছেন, এই পথটি ধ্বংস হওয়ায় সেখানে কয়েক হাজার মানুষ আটকা পড়েছে যারা ইসরাইলের বোমা হামলার হাত থেকে রক্ষা পেতে ওই পথে সিরিয়ায় পালিয়ে যাচ্ছিল। শুক্রবার সকালে এই হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, ইসরাইলের নিক্ষিপ্ত বোমাটি সীমান্ত ক্রসিংয়ের কাছে লেবাননের ভূখণ্ডে ব্যাপকভাবে আঘাত হানে যাতে প্রায় চার মিটার পর্যন্ত গর্ত হয়ে গেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ সামরিক সরঞ্জাম আনা-নেওয়ার কাজে ব্যবহার করত ওই পথ। আইডিএফ মুখপাত্র আভিচায় আদ্রেই এক্সের এক বার্তায় লিখেছেন, তারা কোনোভাবেই হিজবুল্লাহর কাছে অস্ত্রের চালান পৌঁছাতে দেবে না, প্রয়োজনে তারা সেটা জোরপূর্বকভাবে হলেও করবে। যেমনটি তারা হিজবুল্লাহর সাথে গোটা যুদ্ধের সময়টাতে করে যাচ্ছে।