ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরাইলি আক্রমণ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউসে সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করেছিলেন, ইসরাইল কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে তেহরানের তেল স্থাপনায় আক্রমণ চালাবে? জবাবে বাইডেন বলেছেন, ‘আমরা আলোচনা করছি।’
বাইডেনের এই মন্তব্যের পরেই আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম পাঁচ শতাংশ বেড়ে যায়। বাইডেন অবশ্য বলেছেন সর্বাত্মক লড়াই এড়ানো যাবে বলে তিনি মনে করেন। বাইডেনের বক্তব্য, ‘আমি মনে করি, আমরা তা এড়াতে পারব। তবে আমরা ইসরাইলকে সাহায্য করব।’ বাইডেন বলেছেন, ‘আজই কিছু হচ্ছে না।’ তিনি এটাও জানিয়েছেন, ইরানের পারমানবিক কেন্দ্রে ইসরাইলের হামলা তিনি সমর্থন করেন না।
জাতিসংঘে ইসরাইলের দূত ড্যানি ড্যানন বৃহস্পতিবার সিএনএনকে বলেছেন, ‘প্রত্যাঘাতের ক্ষেত্রে অনেক বিকল্প আছে। আমরা শীঘ্রই তেহরানকে আমাদের শক্তি কতটা তা দেখাতে পারব।’ মঙ্গলবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। তারপরেই ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, তারা প্রত্যাঘাত করবেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আক্রান্ত হলে তারাও প্রত্যাঘাত করতে তৈরি। তিনি জানিয়েছেন, ‘যে কোনো ধরনের সন্ত্রাসী, জঙ্গি হামলা হলে বা কেউ যদি সীমা অতিক্রম করে, তাহলে আমাদের সেনাবাহিনী তার জবাব দেবে।’