• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

উত্তর কোরিয়া সম্ভবত নতুন একটি পরমাণু চুল্লিতে কার্যক্রম শুরু করেছে : আইএইএ

Usbnews.
প্রকাশিত আগস্ট ২, ২০২৩
উত্তর কোরিয়া সম্ভবত নতুন একটি পরমাণু চুল্লিতে কার্যক্রম শুরু করেছে : আইএইএ
নিউজটি শেয়ার করুনঃ

আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি বা আইএইএ’র ভাষ্যানুযায়ী, উত্তর কোরিয়া সম্ভবত নতুন একটি পরমাণু চুল্লিতে কার্যক্রম শুরু করেছে। তারা এই উদ্বেগ প্রকাশ করেছে যে, এই পদক্ষেপ সম্ভবত উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচির প্রসারে ভূমিকা রাখতে পারে।

আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসির ভাষ্যানুযায়ী, তার দল নিয়ংবিয়োন পরমাণু কমপ্লেক্সের হালকা পানির চুল্লির চারপাশে উষ্ণ-পানির নিঃসরণ’সহ অন্যান্য “কার্যক্রমের মাত্রা বৃদ্ধি পাওয়ার” বিষয়টি দেখতে পেয়েছে, যা স্থাপনাটি গুরুত্বপূর্ণ পর্যায়ে উন্নীত হওয়ার ইঙ্গিত দেয়।

গ্রোসি এও বলেন যে, তিনি এই তথ্যসমূহ নিশ্চিত করতে পারবেন না কারণ উত্তর কোরীয় কর্তৃপক্ষের বাধার কারণে পরিদর্শকদের ওই স্থানে সরাসরি যাওয়ার উপায় নেই। এরপরও তিনি বলেন যে, স্থাপনাটি অস্ত্রের জন্য প্লুটোনিয়াম উৎপাদনে ব্যবহার করা হতে পারে। তিনি এও বলেন যে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি আরও জোরদার করা হবে “অত্যন্ত দুঃখজনক।”