ঢাকার একটি হোটেলে সোমবার হয়ে গেল বিপিএলের একাদশ আসরের সাত ফ্র্যাঞ্চাইজির প্লেয়ার্স ড্রাফট। আগে থেকেই অবশ্য নিজেদের পছন্দমত দেশি ও বিদেশী খেলোয়াড়দের নিয়ে দল গোছাতে শুরু করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।বিপিএলে খেলার জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন ৪৪০ বিদেশি ক্রিকেটার। যার মধ্যে ৬ জন এরই মধ্যে সরাসরি চুক্তিতে নাম লিখিয়ে ফেলেছেন। প্লেয়ার্স ড্রাফটে ডাকা হবে বাকি ৪৩৪টি নাম।
এবারের ড্রাফটের প্রথম রাউন্ডে দল পান লিটন কুমার দাস (ঢাকা ক্যাপিটালস), শামিম হোসেন (চিটাগং কিংস), তাসকিন আহমেদ (দুর্বার রাজশাহী), মাহমুদউল্লাহ (ফরচুন বরিশাল), রনি তালুকদার (সিলেট স্ট্রাইকার্স), হাসান মাহমুদ (খুলনা টাইগার্স) ও নাহিদ রানা (রংপুর রাইডার্স)। দ্বিতীয় ডাকে নিজেদের গত দুই আসরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দলে নেয় সিলেট।
পাঁচ তারকা হোটেলে জাকজমকপূর্ণ পরিবেশ ঠিক আছে। শুরুর উপস্থাপনা আশা সঞ্চার করেছে। তবে ড্রাফট শুরু হতেই শুরু অসংলগ্নতার। কখনো ড্রাফট পরিচালনাকারীর ভুলভাল তথ্য, কখনো মাইক্রোফোন বিভ্রাট, কখনো সিস্টেমের গণ্ডগোল! তবে এর চেয়েও চিন্তার বিষয় তরুণ আর উঠতি ক্রিকেটারদের প্রত্যাশা মতো দল না পাওয়া।
এবার ড্রাফটে দেশি খেলোয়াড়দের ছয়টি ক্যাটাগরি ও বিদেশি খেলোয়াড়দের জন্য ছিল পাঁচটি ক্যাটাগরি। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ৪ কোটি টাকা ও বিদেশিদের দলে টানতে ৩ কোটি টাকার সীমা বেঁধে দেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। প্লেয়ার্স ড্রাফটে স্থানীয় বা দেশি ক্রিকেটারদের মোট ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে আছেন ১২ ক্রিকেটার। তাঁরা পাবেন ৬০ লাখ টাকা করে। পরের ধাপগুলোতে থাকা ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ক্যাটাগরি বি— ৪০ লাখ, ক্যাটাগরি সি—২৫ লাখ, ক্যাটাগরি ডি—২০ লাখ, ক্যাটাগরি ই—১৫ লাখ এবং ক্যাটাগরি এফ—১০ লাখ টাকা।
প্রতিটি দল আগের আসর থেকে দুজন খেলোয়াড় ধরে রাখার সুযোগ পায়। সেটি কাজে লাগিয়ে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে রেখে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
এছাড়া সিলেট স্ট্রাইকার্স তানজিম হাসান ও জাকির হাসানকে, খুলনা টাইগার্স নাসুম আহমেদ ও আফিফ হোসেনকে এবং রংপুর রাইডার্স নুরুল হাসান ও মেহেদী হাসানকে ধরে রেখেছে।
সব মিলিয়ে কেমন হলো এবারের বিপিএলের দলগুলো:
সরাসরি চুক্তিতে দল পেয়েছেন যাঁরা:
ঢাকা ক্যাপিটালস—মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান
সিলেট স্ট্রাইকার্স—জাকের আলী
চিটাগং কিংস—সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম
ফরচুন বরিশাল—তাওহিদ হৃদয়
খুলনা টাইগার্স—মেহেদী হাসান মিরাজ
রংপুর রাইডার্স—মোহাম্মদ সাইফউদ্দিন
দুর্বার রাজশাহী—এনামুল হক
ঢাকা ক্যাপিটালস
দেশি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন।
বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মির হামজা, স্টিভেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজা।
সিলেট স্ট্রাইকার্স
দেশি: জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদউজ্জামান, নাহিদুল ইসলাম।
বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনোয়ারি, রিস টপলি।
চিটাগং কিংস
দেশি: সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব।
বিদেশি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক, টমাস ও’কনেল।
দুর্বার রাজশাহী
দেশি: এনামুল হক (বিজয়), তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ।
বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন।
খুলনা টাইগার্স
দেশি: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান।
বিদেশি: ওশানে টমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নেওয়াজ।
রংপুর রাইডার্স
দেশি: নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান।
বিদেশি: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।
ফরচুন বরিশাল
দেশি: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মণ্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।
বিদেশি: ডেভিড ম্যালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাতুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।