• ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মিডিয়া ঘেরাওয়ের হুমকি, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: তথ্য মন্ত্রণালয়। পক্ষে বিপক্ষে মতামত

usbnews
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৪
মিডিয়া ঘেরাওয়ের হুমকি, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: তথ্য মন্ত্রণালয়। পক্ষে বিপক্ষে মতামত
নিউজটি শেয়ার করুনঃ

মিডিয়াকে হুমকি দেওয়াসহ ঘেরাওয়ের ঘোষণায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একইসঙ্গে এ ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের কয়েকটি মিডিয়াকে হুমকি দেওয়াসহ ঘেরাওয়ের ঘোষণার বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অবহিত হয়েছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বক্তব্য হলো, বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। মিডিয়াকে হুমকি দেওয়াসহ ঘেরাওয়ের ঘোষণায় মন্ত্রণালয় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Chief Adviser GOB ভেরিফাই পেইজের ৫ হাজারের উপর লাইক ও ১৭৯ মন্তব্যের সময় কয়েকজনের মতামত পাঠকের উদ্দেশ্যে –

Mustafa Al Momin লিখেছেন ,

কিন্তু আন্দোলনের সময় যারা ছাত্র-জনতা বিপক্ষে যেয়ে মিথ্যা সংবাদ দিলো, তাদের বিচার করবেন না?

Md Tohid Hasan মন্তব্য করেছেন ,

প্রথম আলো আর Daily Star এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Junayed Ashraf লিখেছেন,

আর মিডিয়া যখন স্বাধীনতার অপব্যবহার করে! এই ব্যাপারে ও কিছু দায়বদ্ধতা আপনারা নেওয়ার জন্য প্রস্তুত থাইকেন।

Sandid Al Khair মন্তব্য করেছেন ,
তবে যেসব মিডিয়া অতীতে তাদের নগ্নভাবে পৃষ্ঠপোষকতা করতো, এদের নজরদারিতে রাখবেন বলে আমার বিশ্বাস, কারণ এগুলো এখনো তাদের হয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে আবার এগুলো তে ভর করে দেশকে কুরুক্ষেত্র করার অপচেষ্টা করা হচ্ছে, তাই তাদের বিশেষভাবে নজরদারিতে রাখবেন।স্বাধীনতার সুযোগে তারা যেনো অপতৎপরতা না চালাতে পারে।

Hm Mizanur Rahman  লিখেছেন ,

প্রথম আলো, ডেইলি স্টারকে দিল্লির সাংস্কৃতিক এজেন্ডা প্রচার বন্ধ করতে হবে।
নইলে দেশের আপামর দেশপ্রেমিক জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

Arafat Sharif Muhit বলেছেন ,

প্রথম আলো ডেইলি স্টার এগুলো বন্ধ করে দিন তাহলে আমরা আর ঘেরাও করব না

Md Shoayeb Reza লিখেছেন ,
গণেষ উল্টেছে তাই মিডিয়া আপনাদের প্রশংসা করছে, তাই মিডিয়া নিয়ে যা হবার হতে দেন। কালবেলা নিয়ে যে অভিযোগ আছে সেটা গোয়েন্দা দিয়ে খতিয়ে দেখেন। কেউ যদি শান্তিপূর্ণ প্রতিবাদ করে তাহলে তাকে সেটা করতে দিন, এটা বাকস্বাধীনতা। ফ্যাসিজম কায়েম করা কিংবা গালি গালাজ করা বাকস্বাধীনতা না। তাছাড়া মিডিয়া ১৬ বছর যা করেছে সেটা জনতা জানে, এটা রাষ্ট্রিয়ো ইস্যু। শান্তিপূর্ণ প্রতিবাদ হউক। এমনিতেও জনতা আর ভায়োলেন্স চায় না, তা হলে ৫ ই আগস্টের পর পুলিশ বিহীন ১০ দিনে অনেক কিছুই হতো, এটলিস্ট রেশিও প্রোপোর্শন হিসেব করলে।

মোরশেদ চৌধুরী মন্তব্য করেছেন ,
Chief Adviser GOB মিডিয়া গুলো যদি মুদির আলো, দিল্লি স্টার হয় তাইলে সরকারের স্থিতিশীলতার স্বার্থে ঘেরাও করতে হবে। ৫ আগস্টের পর দেশকে অস্থিতিশীল করতে যত ষড়যন্ত্র চলছে তার নেপথ্যে রয়েছে মতিউর রহমান ও মাহফুজ আনাম। গত ১৮ বছরের তথ্য সন্ত্রাসের দায়ে মাহফুজ আনাম ও মতিউর রহমান কে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

Hemayetullah Zubair লিখেছেন ,
যে সমস্ত মিডিয়াগুলো এতকাল মিথ্যাচার করেছে, ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করার পিছনে যাদের অবদান, তাদের বিচারের আওতায় আনা হোক।