• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মার্কিন নির্বাচনে আগাম ভোট পড়েছে প্রায় আড়াই কোটি: রয়টার্স

usbnews
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৪
মার্কিন নির্বাচনে  আগাম ভোট পড়েছে প্রায় আড়াই কোটি: রয়টার্স
নিউজটি শেয়ার করুনঃ

মার্কিন নির্বাচনে আগাম ভোট নীরবে ভোটাধিকার প্রয়োগের উত্তম পন্থা। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রায় ২ কোটি ৫০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন ল্যাবের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স খবরটি প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, আগাম ভোট দেওয়া মানুষদের কেউ সশরীর ভোট দিয়েছেন, আবার কেউ ব্যালটে ভোট দিয়ে তা ডাকযোগে পাঠিয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের অঙ্গরাজ্য হিসেবে পরিচিত নর্থ ক্যারোলাইনা, জর্জিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে গত সপ্তাহে আগাম ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দিনেই রেকর্ডসংখ্যক ভোট পড়তে দেখা গেছে।