• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বৈরুতে ইসরাইলি বিমান হামলায় বাংলাদেশি ‘রেমিট্যান্স যোদ্ধা’ নিহত

usbnews
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৪
বৈরুতে ইসরাইলি বিমান হামলায় বাংলাদেশি ‘রেমিট্যান্স যোদ্ধা’ নিহত
নিউজটি শেয়ার করুনঃ

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকাল ৩টা ২৩ মিনিটে হাজমিয়ে এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মোহাম্মাদ নিজাম (৩১)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে।

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের চলমান সংঘাতের মধ্যে এই ঘটনা ঘটে। কাজে যাওয়ার পথে কফি খাওয়ার জন্য গিয়েছিলেন তখনই নিহত হন তিনি।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মাদ নিজাম উদ্দিনকে ‘রেমিট্যান্স যোদ্ধা’ বলে অভিহিত করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।