দেশে-বিদেশে এখন সবার নজর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। তদুপরি এই নির্বাচনে আলোচনার কেন্দ্রে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কেননা তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে হেরে গেলে আগের মতোই ট্রাম্প ফলাফল মানতে অস্বীকৃতি জানাতে পারে। নির্বাচনের দুই দিনও নেই আর তার আগেই ট্রাম্পকে নিয়ে এমন শঙ্কার কথা জানালেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি বলেছেন, ডনাল্ড ট্রাম্প ৫ই নভেম্বর ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের কাছে হেরে গেলে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মানতে অস্বীকার করতে পারেন। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, বোল্টন সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নির্বাচনের ফলাফল তার বিরুদ্ধে গেলে তা স্বীকার করবেন কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি মনে করি আমাদের এ বিষয়ে প্রস্তুত থাকতে হবে। প্রস্তুতির বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, আমি মনে করি প্রত্যেকরেই প্রস্তুত থাকা উচিত কারণ ট্রাম্প কখনই হারতে রাজি নন। ট্রাম্প ইতিমধ্যেই মিশিগান, উইসকনসিন এবং পেনসিলভানিয়ার মতো গুরুত্বপূর্ণ সুইং স্টেটে জয়ের দাবি করেছেন। মূলত এ কারণেই ট্রাম্পকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বোল্টন। এছাড়া ২০২০ সালের নির্বাচনে হেরে যাওয়ার পরও ট্রাম্প নির্বাচনী ফলাফল মানতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সেই ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন নি ট্রাম্প।