• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাবেক অতিরিক্ত সচিবের বাসা থেকে বৈদেশিক মুদ্রাসহ কোটি টাকা জব্দ

usbnews
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪
সাবেক অতিরিক্ত সচিবের বাসা থেকে বৈদেশিক মুদ্রাসহ কোটি টাকা জব্দ
নিউজটি শেয়ার করুনঃ

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তাঁর ছেলেকে আটক করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে যৌথবাহিনীর অভিযান থেকে তাঁদের আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানার সাব ইন্সপেক্টর আবু সাইদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা-১১ নম্বর সেক্টরে আমজাদ হোসেনের বাসায় যৌথবাহিনী প্রায় ৩ ঘণ্টা অভিযান চালায়। এসময় বাড়িটির চার, পাঁচ ও ছয় তলার ফ্ল্যাট থেকে ১ কোটি ৯ লাখ টাকা, বেশ কিছু বিভিন্ন বৈদেশিক মুদ্রা, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়।

অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তাঁর ছেলেকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় মামলা দিয়ে তাঁদের আদালতে পাঠানো হবে বলেও জানান আবু সাইদ।

২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসর নেন আমজাদ হোসেন খান। তাঁর বাড়ি গাজীপুর সদরে।