ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এমন কোনো প্রমাণ নেই : কপ-২৯ সম্মেলনে আইএইএ প্রধান
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এমন কোনো প্রমাণ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কাছে নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রসি। মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান জলবায়ু সম্মেলনে এই কথা বলেন তিনি। খবর আইআরএনএ’র
বাকুতে চলমান জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-২৯ এর ফাঁকে আইএইএ প্রধান গ্রসি স্পষ্ট করে বলেন, তেহরান সফরের সময় ইরানি কর্মকর্তাদের সঙ্গে ‘কথিত নিরাপত্তা ইস্যুগুলো’ সমাধানের বিষয়ে তিনি আশাবাদী।
আইএইএ বলেন, ‘এই যে ফাঁক, এই যে আস্থার অভাব—এটা এমন একটি ভবিষ্যতের ইঙ্গিত, যেখানে (ইরানের) পারমাণবিক স্থাপনাগুলো (হামলার) লক্ষ্যবস্তু হয়ে দাঁড়াতে পারে। এটা আমরা হতে দিতে পারি না। আমাদের এই সমস্যার সমাধান করতে হবে।’
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করার বিষয়টি নিয়ে আইএইএ উদ্বিগ্ন কি না—এমন প্রশ্নের জবাবে রাফায়েল গ্রসি স্পষ্ট করে বলেন, ‘আইএইএ-এর কাছে এমন কোনো প্রমাণ নেই যা এই দাবিকে সমর্থন করে।’