মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চিকিৎসাধীন আহতদের মনে যে একটা ক্ষোভ রয়েছে। আমি মনে করি, আমাদের দিক থেকে তাদের দেখা দরকার আছে। নিশ্চয়ই কোনো ভুল-ত্রুটির আমাদের দিক থেকে হয়েছে। আমি একেবারেই বলব না যে, ভুল হয়নি। চারিদিকে দেখতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে তিনি এসব একথা বলেন।
তিনি আরও উপদেষ্টা বলেন, তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। যেকারণে তারা রাস্তায় নেমে এসেছে। হাত-পা ব্যান্ডেজ অবস্থায় তারা রাস্তায় ছিল তা দেখে আমরা থাকতে পারিনি। এজন্য আমরা কয়েকজন উপদেষ্টা রাতেই সেখানে গিয়েছিলাম।