• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : লেবাননে সংবাদ সম্মেলনে হামাস

usbnews
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৪
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : লেবাননে সংবাদ সম্মেলনে হামাস
নিউজটি শেয়ার করুনঃ

হামাসের ভারপ্রাপ্ত গাজা প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, ফিলিস্তিনি ছিটমহলের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে জিম্মি-বন্দিদের বিনিময় চুক্তি হবে না। হামাস পরিচালিত আল-আকসা টিভি বুধবার এ তথ্য জানিয়েছে।

বুধবার লেবাননের বৈরুতে একটি সংবাদ সম্মেলনে খলিল আল-হাইয়া বলেছেন, ‘আমরা স্পষ্টভাবে বলছি, আমরা এই আগ্রাসন বন্ধ করতে চাই এবং যে কোনো বন্দী বিনিময় করার জন্য প্রথমে এটি বন্ধ করতে হবে।” আল-হাইয়া উল্লেখ করেন, যুদ্ধবিরতির বিষয়ে বিভিন্ন দেশ ও মধ্যস্থতাকারীদের সঙ্গে তাদের যোগাযোগ চলমান রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস ‘প্রস্তুত” এবং “সক্রিয়”। তিনি আগ্রাসন বন্ধ করার জন্য “দখলদার ইসরাইলের প্রকৃত ইচ্ছার” মূল মিথ্যার সমালোচনা করেন। আল-হাইয়া নিশ্চিত করেছেন, হামাস “আগ্রাসন” বন্ধ করার জন্য সমস্ত পথ অন্বেষণ করছে।

তিনি বলেন, “ফিলিস্তিনি হিসাবে, আমরা স্পষ্ট ভাষায় আগ্রাসন বন্ধ চাই।” তিনি বলেন, হামাস গাজা-সম্পর্কিত ইস্যুগুলো পরিচালনা করার জন্য একটি কমিটি গঠনকে সমর্থন করে। অত্যবশ্যকীয় শর্তের সঙ্গে যে, এই কমিটি গাজাকে পুরোপুরি এবং স্থানীয়ভাবে পরিচালনা করবে, সেখানে দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয় পরিচালনা করবে।” আল-হাইয়া পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং অন্যান্য ফিলিস্তিনি নেতাদের সাথে কায়রোতে ফলপ্রসূ বৈঠকের গুরুত্বের উপর জোর দিয়েছেন, যেগুলোর ঐক্যের প্রচেষ্টা অগ্রসর হয়েছে। তিনি বলেন, “গাজা বিচ্ছিন্ন নয়; এটি ফিলিস্তিনি জাতীয় কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষা এবং বিভাজন বা হুমকি রোধ করার জন্য গাজা এবং পশ্চিম তীরের মধ্যে অবিরত সমন্বয়ের আহ্বান জানাই।”

গাজা শাসন নিয়ে ইসরাইলি প্রধামন্ত্রীর মন্তব্যের একদিন পরেই হামাসের পক্ষে থেকে এই জবাব এলো। গত মঙ্গলবার গাজা সফর করেন নেতানিয়াহু। সেসময় তিনি বলেন, “গাজা উপত্যকায় হামাসের শাসন আর থাকবে না। যুদ্ধ শেষ হওয়ার পর হামাস আর এ ভূখ- শাসন করতে পারবে না। ইসরাইল হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে।”

নেতানিয়াহু বলেন, “যেই আমাদের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবেন, তাকে চূড়ান্ত মূল্য দিতে হবে। আমরা আপনাকে খুঁজে বের করব ও শাস্তি দেব। আর যিনি আমাদের কাছে একজন জিম্মিকে নিয়ে আসবেন, তাকে ও তার পরিবারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বেছে নিন, পছন্দ আপনার; কিন্তু ফলাফল একই থাকবে। আমরা তাঁদের সবাইকে ফিরিয়ে আনব।” উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্থিÍনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।