সামাজিক যোগাযোগমাধ্যম এক্স নিয়ে ব্রাজিলের একজন বিচারকের সঙ্গে রীতিমতো লড়াইয়ে নেমেছিলেন এক্সের মালিক ইলন মাস্ক। তবে শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে পিছু হটেছেন তিনি।
গত আগস্টের মাঝামাঝি সময়ে ব্রাজিলে এক্সের কার্যালয় বন্ধ করে দেন মাস্ক। এতে দেশটিতে এক্সের কোনো আইনি প্রতিনিধি ছিল না। এতে ব্রাজিলে কার্যক্রম চালাতে আইনি বাধ্যবাধকতার মুখে পড়ে প্রতিষ্ঠানটি।
ব্রাজিলের সর্বোচ্চ আদালত বলেছেন, এক্সের পক্ষ থেকে ব্রাজিলে তাঁদের প্রতিনিধি নিয়োগের যথাযথ নথিপত্র এখনো দাখিল করা হয়নি। এ নিয়ে এক্সকে পাঁচ দিনের সময় দিয়েছেন আদালত।
এক্সের পক্ষ থেকে ব্রাজিলে একজন আইনি প্রতিনিধি নিয়োগ, আদালতের নির্দেশ মেনে জরিমানা দেওয়া, ব্যবহারকারীর অ্যাকাউন্ট সরিয়ে নিতে রাজি হয়েছেন তিনি।