• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পাকিস্তানে পুলিশের সাথে ইমরান খানের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ

usbnews
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪
পাকিস্তানে পুলিশের সাথে ইমরান খানের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ
নিউজটি শেয়ার করুনঃ

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার সমর্থকরা ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন।দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করছে,যা পাকিস্তানের ইতিহাসে একটি বৃহৎ আন্দোলন হিসেবে আলোচিত হচ্ছে।

রবিবার (২৪ নভেম্বর) থেকে শুরু হওয়া এই বিক্ষোভের ডাক দেন ইমরান খান নিজেই।তার আহ্বানে তিনি তার সমর্থকদের ইসলামাবাদে জমায়েত হতে বলেন এবং দাবির সমাধান না হওয়া পর্যন্ত সেখানেই থাকার নির্দেশ দেন।ইমরান খান বর্তমানে দুর্নীতির অভিযোগে ৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন,যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।বিভিন্ন সড়ক বন্ধ করা হয়েছে এবং কিছু কিছু অঞ্চলে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের দমনে কাঁদানে গ্যাস ব্যবহার করছে এবং অনেককে আটক করা হয়েছে।বিক্ষোভের নেতৃত্বে আছেন ইমরান খানের স্ত্রী এবং সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি।

পাকিস্তানে এই বিক্ষোভ ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি বড় ধরনের প্রভাব ফেলতে পারে।যা পাকিস্তানের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।