• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পাকিস্তানে ইমরান খানের হাজার হাজার সমর্থক গ্রেপ্তার , মুক্তি না হওয়া পর্যন্ত পদযাত্রায় থাকুন : পিটিআই কর্মীদের উদ্দেশে বুশরা

usbnews
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪
পাকিস্তানে ইমরান খানের হাজার হাজার সমর্থক গ্রেপ্তার ,  মুক্তি না হওয়া পর্যন্ত পদযাত্রায় থাকুন : পিটিআই কর্মীদের উদ্দেশে বুশরা
নিউজটি শেয়ার করুনঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে তার সমর্থকরা বিক্ষোভ দেখাতে চেয়েছিলেন। কিন্তু তাদের ঠেকাতে রোববার ইসলামাবাদে নিরাপত্তা-লকডাউন জারি করা হয়।

ইমরানের সমর্থকদের দাবি, নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় এসেছেন শেহবাজ শরীফরা। তাই তাদের ইস্তফা দিতে হবে। ইমরান-সহ পিটিআই দলের যে নেতারা বন্দি আছেন, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। বার্তাসংস্থা এপি জানিয়েছে, ইমরানের কয়েক হাজার সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে দলের পাঁচজন সংসদ সদস্যও আছেন।

নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদের অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া থেকে আসার সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। লাহোরেও পুলিশ পিটিআইয়ের প্রচুর কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, যে কোনো ধরনের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও ইমরানের ঘনিষ্ঠ নেতা আলি আমিন গান্দাপুর ভিডিওবার্তায় বলেছেন, মানুষ যেন শহরের ডি চকে জমায়েত হন। যতক্ষণ পর্যন্ত দাবিপূরণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওখানে অবস্থান করার জন্য ইমরান খান নির্দেশ দিয়েছেন।

গত অক্টোবরেও পুলিশ ইসলামাবাদে এভাবেই ইমরানের সমর্থকদের বিক্ষোভ বন্ধ করার চেষ্টা করেছিল। তখন বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। একজন পুলিশকর্মী মারা যান। প্রচুর নিরাপত্তা কর্মী আহত হন। বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। দুই পক্ষ একে অপরের প্রতি সহিংসতার অভিযোগ আনে। পুলিশের অভিযোগ, গন্ডগোল করার জন্যই এই বিক্ষো ডাকা হয়েছে। ইমরানের দলের নেতাদের দাবি, অন্যায়ভাবে তাদের নেতাকে জেলে বন্দি করে রাখা হয়েছে।

২০২২ সালের এপ্রিলে সংসদে অনাস্থা প্রস্তাবে হেরে গিয়ে ক্ষমতা হারাতে হয়েছিল ইমরান খানকে। ২০২৩ থেকে থেকে তিনি জেলে বন্দি। তার তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ইমরানের বিরুদ্ধে দুর্নীতি-সহ বিভিন্ন অভিয়োগে ১৫০টির মতো মামলা করা হয়েছে। তা সত্ত্বেও পাকিস্তানে তিনি অত্যন্ত জনপ্রিয়। তার সমর্থকদের দাবি, ইমরানের বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়েছে।

গত ডিসেম্বরে ইমরানকে জামিন দেয়া হয়। কিন্তু আইনি জটিলতায় তিনি মুক্তি পাননি। ইমরান অবশ্য তার বিরুদ্ধে করা সব অভিযোগ অস্বীকার করেছেন।

ইমরান খানের মুক্তি না হওয়া পর্যন্ত পদযাত্রায় থাকুন : পিটিআই কর্মীদের উদ্দেশে বুশরা বিবি

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি পিটিআই সমাবেশে অংশগ্রহণকারীদের কাছে একটি সংক্ষিপ্ত ভাষণে দলের প্রতিষ্ঠাতার মুক্তির জন্য তার আবেদন পুনর্ব্যক্ত করেছেন। একদিন আগে সক্ষম না হলেও গতকাল দেশের বিভিন্ন অংশ থেকে আসা পিটিআই কনভয় ইসলামাবাদের কাছে পৌঁছেছে।

হাজারা ইন্টারচেঞ্জের কাছে একটি স্টপে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ভাইয়েরা! ইমরান আমাদের সঙ্গে না থাকা পর্যন্ত আমরা এ পদযাত্রা শেষ করব না। ‘আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সেখানে থাকব এবং আপনাদের সবাইকে আমাকে সমর্থন করতে হবে। এটা শুধু আমার স্বামীর কথা নয়, দেশ ও তার নেতার কথা’। বুশরা বিবি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আমিন আলি গন্ডাপুরের নেতৃত্বে কাফেলার অংশ।
পরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, লোকেরা ইসলামাবাদে পৌঁছেছে এবং যারা বাইরে আসেনি তাদের রাজধানীতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। গতকাল সকালে পদযাত্রা পুনরায় শুরুর আগে পার্টির শেয়ার করা একটি আপডেটে বলা হয়েছে, গন্ডাপুর তার কাফেলার নেতৃত্ব দিতে প্রস্তুত।

পিটিআই নেতা সানাম জাভেদ খান দুপুর ১:৩৩ টায় টুইটারে একটি পোস্টে তার কনভয়ের অবস্থান সম্পর্কে একটি আপডেট শেয়ার করে বলেছেন যে, তারা হাসান আবদালে পৌঁছেছেন। তার পোস্টে বলা হয়, বুশরা বিবি, গন্ডাপুর, বাবর সেলিম স্বাতী, ফয়সাল জাভেদ ও ওমর আইয়ুব খান ছাড়াও দলের অন্য নেতৃবৃন্দ কাফেলায় উপস্থিত ছিলেন।

এছাড়াও, পিটিআই নেতা শওকত ইউসুফজাই, অ্যাটকের বুরহান ইন্টারচেঞ্জ থেকে ডন ডটকমকে বলেন, কনভয়গুলো ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে, তবে তাদের আকার এবং বাধার উপস্থিতির কারণে তারা ধীর গতিতে চলছে। তিনি দাবি করেন, ‘বিশাল সমাবেশ’ দেখে পুলিশ পিছু হটেছে। ইউসুফজাই পুনর্ব্যক্ত করেছেন যে, কেপি মুখ্যমন্ত্রী গন্ডাপুর ‘শান্তিপূর্ণভাবে তবে যেকোনো মূল্যে’ ডি-চকে পৌঁছানোর ইচ্ছা পোষণ করেছেন এবং সমাবেশটি অ্যাটকের বুরহানের কাছে মোটরওয়েতে ছিল।

পিটিআই নেতা বলেছেন, শাংলা, হাজারা, পেশোয়ার, মারদান এবং সোয়াবি থেকে মিছিলগুলো বুরহান ইন্টারচেঞ্জের কাছে প্রধান সড়কে জড়ো হয়, এসময় পুলিশ দলীয় কর্মীদের ওপর গুলি চালায়। তিনি বলেন, পেশোয়ার-ইসলামাবাদ হাইওয়েতে মিছিলের নেতৃত্বে ছিলেন সিএম গন্ডাপুর, বুশরা বিবি, প্রাদেশিক মন্ত্রী এবং দলের অন্যান্য নেতারা, হাজরা হাইওয়েতে মিছিলের নেতৃত্বে ছিলেন ওমর আইয়ুব খান, আলী আসগর খান নিজেই এবং স্পিকার বাবর সেলিম স্বাতী।

ইউসুফজাই বলেন যে, দলটি তখনই তার সমাবেশ বন্ধ করবে যখন ইমরানসহ ‘নিরপরাধ রাজনৈতিক বন্দীদের’ মুক্তি দেওয়া হবে। তিনি বলেন, সরকার অযোগ্য এবং তাদের উদ্দেশ্য শুধুমাত্র ‘মানুষকে লাঠিচার্জ করা এবং রাস্তা অবরোধ করা’। ‘সরকারের একটাই লক্ষ্য : পিটিআইকে চূর্ণ করা’ তিনি বলেন। তারা রাজনৈতিক লোক নয়’। তিনি বলেন, ‘আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। আল্লাহ চাহেন তো সত্যের জয় হবে’।

এদিকে, ডন ডটকমের একজন প্রতিবেদক জানান, মার্গাল্লা রোড ছাড়া রাজধানীর রেড জোনে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ প্রতিবাদের চেয়ে বড় হতাশা আর কিছু হবে না: বুখারি পাঞ্জাবের তথ্যমন্ত্রী উজমা বুখারি প্রশ্ন করেছেন, কীভাবে পিটিআই তার প্রতিবাদের মাধ্যমে ইমরানকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে। লাহোরে মিডিয়ার সাথে কথা বলার সময় তিনি বলেন যে, গত চার দিনে কুর্রামে প্রায় ৮০ জন নিহত হয়েছে। তবে, কেপি মুখ্যমন্ত্রী তার দলের নেতার মুক্তির জন্য চাপ দেওয়ার জন্য ‘রাজধানীতে আক্রমণ’ করতে চেয়েছিলেন। তিনি বলেন যে, রোববার লাহোরসহ পাঞ্জাব জুড়ে বিক্ষোভ চলাকালে প্রায় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, ‘এ ‘চূড়ান্ত সিদ্ধান্তে’ আমি মনে করি না এর চেয়ে বড় হতাশা আর হতে পারে’।

বিক্ষোভ, যা সরকার জোর করে ব্যর্থ করতে বদ্ধপরিকর, মূলত ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পিটিআই নেতারা বলেছিলেন যে, তারা তাদের ‘ডু অর ডাই’ বিক্ষোভ স্থগিত করবে বলে রাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। বিক্ষোভের জন্য ফেডারেল রাজধানীতে পৌঁছানোর জন্য ‘কোনো তাড়া নেই’, কারণ গ্রেফতার, লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস প্রতিরোধ করে সারাদেশ থেকে কর্মী ও সমর্থকরা আন্দোলনে অংশ নেওয়ার চেষ্টা করেছিল। সূত্র : ডন অনলাইন।