• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

গাজার শরনার্থী শিবিরগুলোতে ভারী বর্ষণের ফলে তীব্র দুর্ভোগে পড়েছেন হাজার হাজার ফিলিস্তিনি

usbnews
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪
গাজার শরনার্থী শিবিরগুলোতে ভারী বর্ষণের ফলে তীব্র দুর্ভোগে পড়েছেন হাজার হাজার ফিলিস্তিনি
নিউজটি শেয়ার করুনঃ

গাজার শরনার্থী (উদ্বাস্তু) শিবিরগুলোতে ভারী বর্ষণের ফলে তীব্র দুর্ভোগে পড়েছেন হাজার হাজার ফিলিস্তিনি।চলমান ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত এই অঞ্চলে নতুন করে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।রবিবার(২৪ নভেম্বর) রাতে গাজায় ভারী বৃষ্টি শুরু হলে শরনার্থী শিবিরের অস্থায়ী তাঁবুগুলোতে পানি ঢুকে পড়ে।ফলে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে যায়।গাজার প্রায় ২৩ লাখ মানুষ গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলার শিকার।এমন প্রেক্ষাপটে এই বন্যা পরিস্থিতি তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

স্থানীয় ও আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানানোর পাশাপাশি ফিলিস্তিনের সিভিল ডিফেন্স জানিয়েছে, বন্যার কারণে তাঁবুতে বসবাসরত বাসিন্দারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন।গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, “বৃষ্টির কারণে শরনার্থীদের জন্য তৈরি তাঁবুগুলোতে পানি ঢুকে যায় এবং তাদের আসবাবপত্র ও খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যায়।

গাজার কেন্দ্রীয় শহর দেইর এল-বালাহ ও গাজা সিটির বিভিন্ন শিবিরে তাঁবুগুলোর ভিতরে পানি ঢুকে পড়ে।ছোট্ট শিশু থেকে বয়স্করা তীব্র শীতের মধ্যে ক্ষতিগ্রস্ত তাঁবুতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।বন্যার কারণে তাঁবুর চারপাশে বালুর বস্তা দিয়ে সুরক্ষা দেওয়ার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না।

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৪,০০০-এর বেশি মানুষ নিহত আহত লক্ষাধিক ধ্বংসস্তুপের নিচে বহু মানুষ।প্রায় পুরো গাজার নাগরিকরা একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে।এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

বন্যা ও চলমান ইসরায়েলি হামলা গাজার উদ্বাস্তুদের মানবিক পরিস্থিতিকে চরম সংকটময় করে তুলেছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গাজার মানুষ আরও সহায়তা ও আশ্রয়ের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।তথ্যসূত্র : আল-জাজিরা