• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

৭ রানে অলআউট! শুনতে অবিশ্বাস্য লাগলেও

usbnews
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪
৭ রানে অলআউট! শুনতে অবিশ্বাস্য লাগলেও
নিউজটি শেয়ার করুনঃ

৭ রানে অলআউট! শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড। নাইজেরিয়ার বিপক্ষে এই লজ্জার রেকর্ড গড়েছে আইভেরিকোস্ট। সেটাও এমন ম্যাচে যেখানে আগে ব্যাটিং করে ২৭১ রান করেছে নাইজেরিয়া।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে নাইজেরিয়ার লাগোসে তাফাওয়া বেলেওয়া স্কয়ার ক্রিকেট ওভালে স্বাগতিকদের বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয় আইভরিকোস্ট। এতে ভেঙে গেছে দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হওয়ার বিশ্ব রেকর্ড।
এদিন প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৭১ রান তোলে নাইজেরিয়া। ওপেনার সেলিম সালাউ খেলেন ৫৩ বলে ১১২ রানের ইনিংস। ২ ছক্কা ও ১৩ চার মারা সেলিম মাঠ ছাড়েন ‘আহত অবসর’ হয়ে। আরেক ওপেনার সুলাইমন রানসিউয়ি করেন ২৯ বলে ৫০ রান। আর আইজাক ওকপে ৬ ছক্কা ৩ চারে ২৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন।
প্রথম ইনিংসে যেখানে রানের বন্যা বইয়ে গেলো সেখানে দ্বিতীয় ইনিংসে কিছু বুঝে ওঠার আগেই শেষ ইনিংস! ওপেনার ওত্তারা মোহাম্মদ যখন প্রথম ওভারের শেষ বলে আউট হন, স্কোরবোর্ডে ৪ রান। টানা দুই বলে দুটি ডাবলস নিয়ে পরের বলে আউট হন তিনি।এরপর ৩ রান তুলতেই একে একে আউট হয়ে যান বাকি ৯ ব্যাটসম্যান। এর মধ্যে ৪ রানে প্রথম ও দ্বিতীয় উইকেট, ৫ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট, ৬ রানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এবং ৭ রানে অষ্টম, নবম ও দশম উইকেটের পতন ঘটে।