• ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি

চটগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা বিক্ষোভ মিছিল-গায়েবনা জানাজা ঢাবিতে

usbnews
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪
চটগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা বিক্ষোভ মিছিল-গায়েবনা জানাজা ঢাবিতে
নিউজটি শেয়ার করুনঃ

ইসকন সমর্থকদের হামলায় চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। নিহত এই আইনজীবীর গায়েবানা জানাযাও আদায় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার খবরে সন্ধ্যার পর থেকেই ক্যাম্পাসে বিভিন্ন ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে ছাত্র অধিকার পরিষদ,ইসলামী ছাত্র আন্দোলন,স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদসহ বিভিন্ন সংগঠন ইনকিল্যাব মঞ্চের ব্যানারে মশাল মিছিল নিয়ে টিএসতিতে অবস্থান নেয়। বিক্ষোভকারীদের
‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায়।
পরে লোহাগাড়া-সাতকানিয়া ছাত্র ফোরামে আয়োজনে সবাই গায়েবানা জানাজায় অংশ নেন। জানাযার শেষে পাঁচ শতাধিক শিক্ষার্থীর একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ শেষে ভিসি চত্বরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আজ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে।দেশকে অস্থিতিশীল করতে পতিত আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোসাদ্দেক আলীফ বলেন, ইসকন একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন।তাদের কর্মকান্ড নিয়ে অনেক অভিযোগ আছে। পৃথিবীর বহু দেশে ইসকন নিষিদ্ধ। এমন নৃশংস হত্যাকাণ্ডের পর দ্রুত বাংলাদেশেও এই সংগঠনকে নিষিদ্ধের দাবি জানান তিনি। তিনি বলেন,সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দিয়ে কেউ যদি বাংলাকে উত্তপ্ত করতে চায় তাহলে তাদের বিষ দাঁত উপড়ে ফেলা হবে।