• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জুলাই -আগস্ট আন্দোলনের শহীদ পরিবারের প্রশ্ন, শেখ পরিবারের কেউ এখনো গ্রেফতার হয়নি কেন?

usbnews
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৪
জুলাই -আগস্ট আন্দোলনের শহীদ পরিবারের প্রশ্ন, শেখ পরিবারের কেউ এখনো গ্রেফতার হয়নি কেন?
নিউজটি শেয়ার করুনঃ

জুলাই -আগস্ট আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে খুনের অপরাধে শেখ পরিবারের এখনো কেউ গ্রেফতার হয়নি কেন এমন প্রশ্ন রেখে আন্দোলনে শহীদের পরিবারের পক্ষ থেকে বলা হয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের বীজ এখনো লুকিয়ে রয়েছে। এদেরকে চিহ্নিত করে উপড়ে ফেলতে হবে। তানা হলে বৈষম্য বিরোধী আন্দোলন লক্ষে পৌছাতে পারবেনা। এসময় আন্দোলনে শহীদ ও আহতের পাশে দেশবাসীকে সবসময় থাকার আশাবাদ ব্যাক্ত করেন তারা।

২০২৪ সালে জুলাই- আগস্টে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাঁদের পরিবারের উপস্থিতে গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের ( ডুয়েট)আয়োজনে স্মরণ সভায় অস্রুভরা নয়নে এসব কথা বলেন আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে আহত ছাত্ররা।ডুয়েটের রেজিষ্টার অধ্যাপক ড. মোঃ আবু তৈয়বের ( অতিরিক্ত দায়াত্ব) সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

ডুয়েটের প্রভাষক শনিলা বিনতে আহসান ও সাইফুল্লাহ মাহমুদের সঞ্চালনায় ডুয়েট মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ডুয়েটের প্রো ভিসি ড. মোঃ আরেফিন কাওসার, ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। এর আগে জুলাই আন্দোলনে গাজীপুরে প্রথম শহীদ শাকিল পাভেজের পিতা বেলায়েত হোসেন তার দুঃখ ভরাক্রান্ত হৃদয়ের অনুভূতি ব্যাক্ত করে বক্তব্য দেন এবং অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

এছাড়া ছাড়া আন্দোলনে অংশগগ্রহনকারী আহত ডুয়েটটের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জুয়েল রাণা, মোহনা আকতার, মোঃ রাসেল ভূইয়া,মোঃ তৌহিদুল ইসলাম রাণা,শাহশাহজাহান চৌধুরী প্রমুখ। এছাড়া জুলাই- আগস্ট আন্দোলনের উপর ডকুমেন্টরি প্রচার, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও শহীদ পরিবার ও আহদের জন্যে বিশেষ মোনাজাত করা হয়।