• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

usbnews
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৪
ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নিউজটি শেয়ার করুনঃ

(ছবি -ইসকনের হামলায় চট্টগ্রামে নিহত সাইফুল ইসলাম আলিফ)
ইসকন নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বাংলাদেশ হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা হিন্দুদের নিরাপত্তার দেওয়ার কথা উল্লেখ করে বলেছেন, ইসকনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয়। আমাদের হিন্দু ভাইদের আমরা নিরাপত্তা দেব।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশ সহ সারাদেশে ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে বক্তারা বলেছেন বলেছেন, ইসকনের নামে আওয়ামী লীগ আবার নতুন করে আসার চেষ্টা করছে। এখন পর্যন্ত কোনো হিন্দু ভাইদের গায়ে ফুলের টোকাও পড়েনি। লুট করা টাকা তারা এখন খরচ করছে। সেসব ফাঁদে পা দেওয়া যাবে না।

প্রশাসনের কাছে দাবি অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ সময় ইসকন কোনো হিন্দু সংগঠন নয়, তারা একটি জঙ্গি সংগঠন। ভারত এই দেশকে বিপথগামী করার চেষ্টা করছে, সেটা সফল হতে দেওয়া যাবে না।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন , আমরা সাম্প্রদায়িকতার পক্ষে নই, তবে ৯০ শতাংশ মুসলিমের এই দেশে এমন কিছু মেনে নেওয়া হবে না।ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নইলে আগের মতো কেউ পালাবার পথও পাবেন না। ইসকনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয়। আমাদের হিন্দু ভাইদের আমরা নিরাপত্তা দেব।

May be an image of one or more people and textMay be an image of 5 people and textMay be an image of turban and textMay be an image of 8 people and textMay be an image of ‎8 people and ‎text that says '‎618 ق নষ্টুকরাব যাবো যাবে না নষ্ট করা নষ্ট করতে দিব নট্টককরতেদিবনা না MACYEN lnpte.osikint রববনেন বাখানে ইসকারে বাংরको মেকে মিরতারের ম বজর্রছর হর ব করুছ .。 সिकतक-কिকय কংলাদ্ 株 ইসবননহিদল ইসকন হরে উগ্র হিন্দুত্ববাদী সংগঠীন ইসকন" বা্সনাতনী জাগরণ জোটের কমারা চইটগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আনিকরে পিটিয়ে ও কুপিয়ে নূৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে 6 ইসকন নিমিত্ধের দাবীতে পারত্তিপূর্ণ মানরবন্ধন বাদ জুমুআা, সময়: দুপুর ২.০০ ও বাংলাদেশ আহলেহাদীস ছাত্র ও প্রতিবাদ জাজীয় ম্সকার, রমনা, जक সমাবেশ মूनः পহলেহাদীস জামা'আত জামা আত তারিগ ২৯ নভষর ২০২৪ইং তক্রবার‎'‎‎