• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নেতানিয়াহু-গ্যালান্টের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে ইইউভুক্ত দেশ বাধ্য : ইইউ মুখপাত্র

usbnews
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৪
নেতানিয়াহু-গ্যালান্টের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে ইইউভুক্ত দেশ বাধ্য : ইইউ মুখপাত্র
নিউজটি শেয়ার করুনঃ

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলো বাধ্য বলে জানিয়েছেন ইইউ’র মুখপাত্র পিটার স্ট্যানো। বৃহস্পতিবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, আয়ারল্যান্ডসহ বেশ কিছু ইইউভুক্ত দেশ ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, নেতানিয়াহু ও গ্যালান্ট তাদের ভূখ-ে প্রবেশ করলেই গ্রেপ্তার করা হবে। অন্যদিকে ফ্রান্স, জার্মানির মতো গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র এখনও এ ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করেনি। তবে হাঙ্গেরি জানিয়েছে, নেতানিয়াহুকে গ্রেপ্তার না করে বরং স্বাগত জানানো হবে।

এই প্রেক্ষাপটে স্ট্যানো বলেন, আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা ইইউ’র সব সদস্য রাষ্ট্রের বাধ্যতামূলক। ইইউ আন্তর্জাতিক অপরাধের বিচার এবং দায়মুক্তির বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ়প্রতিজ্ঞ। ইইউ আইসিসি এবং রোম সংবিধির নীতিমালা সমর্থন করে, এবং এই আদালতের স্বাধীনতা ও নিরপেক্ষতার প্রতিও ইইউ’র সমর্থন রয়েছে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক আইনের অধীনে সবচেয়ে গুরুতর অপরাধের বিচার করা আইসিসির মূল দায়িত্ব। রোম সংবিধি অনুমোদনকারী সকল ইইউ সদস্য রাষ্ট্র আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য।

উল্লেখ্য, গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত সপ্তাহে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। গাজা যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৪৪ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৪ হাজারের বেশি আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। সূত্র : আনাদোলু এজেন্সি।