• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

আমু-কামরুলকে ৪ ডিসেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

usbnews
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪
আমু-কামরুলকে ৪ ডিসেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
নিউজটি শেয়ার করুনঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এই দুই আসামিকে আগামী ৪ ডিসেম্বর তাদেরকে আদালতে হাজির করতে বলা হয়েছে।

এর আগে, সকালে তাদেরকে গ্রেফতার দেখাতে আবেদন দায়ের করে প্রসিকিউশন। পরে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে আদালত এই দুই আসামিকে আগামী ৪ ডিসেম্বর হাজার করতে বলা হয়েছে।

গত ৬ নভেম্বর আমুকে ৬ নভেম্বর গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার ঘটনার গ্রেফতার দেখানো হয়।

আর ১৯ নভেম্বর আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।